মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার কামাড়খাড়া ইউনিয়নের চৌসার গ্রামের ৪০ বছরের একটি মসজিদের সংস্কার কাজ শেষ না হতেই মসজিদটি নদীগর্ভে বিলীন হতে চলেছে।
উজান থেকে নেমে আসা ঢলের পানি টঙ্গীবাড়ী উপজেলা পদ্মা নদী দিয়ে তীব্র আকারে বয়ে যাচ্ছে। এতে নদী ভাঙ্গনও বৃদ্ধি পাচ্ছে।
টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পূর্ব হাসাইল গ্রাম হতে দিঘীরপাড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে প্রমত্তা পদ্মা নদী। ঘর বাড়ির পাশাপাশি একে একে বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক স্থাপনা।
গত কয়েক দিনে ভাঙ্গনে কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামের প্রায় ৫০ টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিলীন হতে চলেছে ওই গ্রামের সামাজিক মসজিদটি। বিগত কয়েক বছর ধরে মসজিদটির পূন নির্মান কাজ চলছিল। এখনো সম্পন্ন হয়নি পুরো নির্মাণ। এর মধ্যেই মসজিদটিতে ভাঙ্গন দেখা দিয়েছে।
Leave a Reply