মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ধলেশ্বরীর শাখা নদীর ভাঙন থেকে রক্ষা ও বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে নদী ভাঙনকবলিত এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার আব্দুল্লাপুর এলাকায় নদী তীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নদীতীরে দাড়িয়ে মানববন্ধনে অংশনেয় ভাঙনকবলিত স্থানীয় শতশত গ্রামবাসী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
মানববন্ধনকারীরা জানান, বর্ষার শুরুতে নদীতীরের কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে। এতে ভাঙন আতংকে দিন পার করছে আব্দুল্লাপুর-বেতকা ইউনিয়নের হাজার হাজার মানুষ। এরমধ্যেই কৃষিজমি, বসতবাড়ি, খেলার মাঠ সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে মসজিদ, মাদ্রাসা, রাস্তা সহ বহু স্থাপনা। এঅবস্থায ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে এসব স্থাপনাও বিলীনের পথে। ভিটে মাটি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ সহ স্থানীয় ধলেশ্বরী তীরে বাঁধ নির্মানের দাবি এলাকবাসীর।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, স্থানীয় সমাজসেবক ও চিকিৎসক আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য শফিউদ্দিন মীর, আবুল চোকদার, সানু দেওয়ান, বাবলু কাজী, আক্তার মন্ডল, কামাল হোসেন দেওয়ান ব্যাক্তিবর্গ।
Leave a Reply