মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সম্মেলন কক্ষে মুজিব বর্ষের ঘর আশ্রয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন। সোমবার সকাল ১০টায় আরম্ভ হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয় সভা। উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময়সভায় মুজিব বর্ষের আশ্রায়ণ প্রকল্পের ঘরের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এই মতবিনিময়সভায়।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, গজারিয়া প্রকল্প পরিচালক তাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাজিদা আক্তার আখি, ইউপি চেয়ারম্যান আবু তালেব, সালাউদ্দিন মাষ্টার ও গজারিয়া উপজেলায় কর্মরত ৩৬ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
Leave a Reply