মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় মানসিক ভারসাম্যহীন মোঃ নুরুজ্জামান (৪০) নামে এক ব্যাক্তিকে ১২ দিন ধরে খুজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে নিখোঁজ নুরুজ্জামান (৪০) এর স্ত্রী শেফালী বেগম এর পক্ষ থেকে মুন্সিগঞ্জ সদর থানায় একটি ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ নুরুজ্জামান (৪০) মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এর শেফালী বেগম এর স্বামী।
জানা গেছে গত ১৭ই আগস্ট আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। সন্ধার পরও বাড়িতে না ফেরায় তাদের সমস্ত আত্বীয় স্বজনরা সব জাগায় খোঁজ খবর নেন। নিখোঁজের স্ত্রী জানান আমার স্বামি মানসিক ভারসাম্যহীন, তার উচ্চতা ৫ ফুট ৭ইঞ্চি, গায়ের রং ফর্সা, স্বাস্থ মোটামুটি, কথা বার্তা কম বলে মাথার কালো চুল,পড়নে লুঙ্গি ও হাফ হাতা ডোরা কাটা গেঞ্জি পরিহিত ছিল।
মোঃ নুরুজ্জামান এর খোঁজ পেলে, মুন্সিগঞ্জ সদর থানায় অথবা তার স্ত্রী শেফালী বেগম এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো যাচ্ছে। তার স্ত্রীর মোবাইল নাম্বারঃ- ০১৭২৮৮৩৬৭৮৬, ০১৯১১৬২৫৮৩৪, ০১৯১৯১৯১৮৯২ ।
Leave a Reply