মুন্সীগঞ্জে পূর্বশত্রুতার জেরে জুয়েল মাঝি নামের একজনের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েল মাঝিকে আশঙ্কাজনক অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় মোতা গাজীর ছেলে মোস্তফা গাজী, মৃত হাবিব গাজীর ছেলে আতা গাজী ও মনির গাজীর ছেলে শ্যামল গাজীসহ একটি সংঘবদ্ধ দল রাতে জুয়েল মাঝির ওপর অর্তকিত হামলা চালায়।
এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় জুয়েলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে ৯২টি সেলাই দেওয়া হয়।
Leave a Reply