মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে দ্বিতীয় স্ত্রী’র অত্যাচারে স্বামীর আত্মহত্যার অভিযোগ করেছে প্রথম স্ত্রী।
শুক্রবার (৪ জুন) রাতে উপজেলার বালিগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে মশিউর (৩০) নামে ওই ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে ইসলামপুর গ্রামে আকরাম আলীর বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করত। নিহত মশিউর রংপুর জেলার মিঠাপুকুর থানার রহমতপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মশিউর দুই বিয়ে করেছে। তার স্ত্রীদের সাথে বনিবনা না হওয়ায় সে আত্মহত্যা করেছে। প্রথম স্ত্রী আসমা ও দ্বিতীয় স্ত্রী পিয়ারা বেগম। দ্বিতীয় স্ত্রী আসমা তার অজান্তে অন্য জায়গায় বাসাভাড়া করে বসবাস করায় সে আত্মহত্যা করেছে বলে দাবী করেন প্রথম স্ত্রী আসমা।
Leave a Reply