মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পঞ্চবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আলোচনা সভা ও দুপুরে কাউন্সিল অধিবেশন হয়। এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুভ সূচনা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় এসময় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply