মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগর কসবা গ্রামের মরহুম ইদ্রিস দেওয়ানের বড় ছেলে মোঃ ইলিয়াস দেওয়ান (৬৫) নিজ বাসভবনের আজ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহির ওয়া ইয়া ইলাইহির রাজউিন)। মৃত্যুকালে তিনি, ২ছেলে ও ৩মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন কিডনী ও হাডের সমস্যায় ভুগছিলেন । বিশিষ্ট সমাজ সেবক মোঃইলিয়াস দেওয়ানের অকাল মৃত্যুতে মিরকাদিম পৌরসভার ৪নংওয়ার্ডের কাউন্সিলার হাজী মোঃ দ্বীন ইসলাম ও ৯ নংওয়ার্ডের কাউন্সিলার হাজী মোঃমনির সোহেল গভীর শোক প্রকাশ করেন ।কিল্লাপাড়া জামে মসজিদে (আজ রাত ৯ ঘটিকা) মরহুমের নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কাবরস্থানে দাফন করা হবে ।
Leave a Reply