১৭ এপ্রিল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক করোনা আক্রান্ত হয়েছে। গত ৪ এপ্রিল তার নমুনা পরীক্ষায় শরীরে করোনা শনাক্ত হয়। তখন থেকে তিনি ঢাকাস্থ তার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ছিলেন। তাকে আরও উন্নত চিকিৎসার জন্য গতকাল ১৬ এপ্রিল শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি আশেক উল্লাহর হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেছেন সাংসদের ছোট ভাই তৌফিক শাকিল। তিনি এক ভার্চুয়াল সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান, সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসক ডাঃ কায়সার নসর উল্লাহ খান এর উদ্ধৃতি দিয়ে তৌফিক শাকিল বলেন, সাংসদ এর শারীরিক কন্ডিশন ভালো এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। তিনি তার পরিবারের পক্ষ থেকে সাংসদের সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, ৪ এপ্রিল সাংসদ আশেক উল্লাহ’র করোনা শনাক্ত হয়। তবে উপসর্গ না থাকায় তিনি হাসপাতালে ভর্তি না হয়ে ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
Leave a Reply