মহেশখালীর কুতুবজোমের নয়া পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির সরঞ্জাম সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম নেজাম উদ্দিন। সে কুতুবজোম নয়া পাড়ার আবদুল জলিলের পুত্র বলে জানা গেছে ।
গোপন তথ্যের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম) এর নির্দেশে থানার এএসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ১৭ জুন (শুক্রবার) সকালে এ অভিযান পরিচালনা করেন। আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম)। তিনি আরো জানান মহেশখালীকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
Leave a Reply