মহেশখালীতে জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় আয়েরা বেগম (৩৫) নামের এক গর্ভবর্তী নারী গুরুতর আহত হয়েছে। ২২শে মে দুপুর অনুমান ০২:৩০ ঘটিকার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড শুকরিয়া পাড়া গ্রামে এঘটনা ঘটে।
আহত নারী একই এলাকার মৃত ফররুখ আহমদের মেয়ে। গুরুতর আহত ঐ নারীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে,পরে অবস্থা গুরুতর হওয়ায়, মহেশখালী হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।বর্তমানে আহত নারী জেলা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি মাথায় এবং হাতে মারাত্মক জখম প্রাপ্ত হন।
মামলার এজাহার সুএে জানা যায় দীর্ঘদিন প্রতিবেশী উজির আলীর সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল,তারই ধারাবাহিকতায় প্রথম দফায় পবিএ রমজান মাসে উজির আলীর নেতৃত্বে আবদু রশিদ (৫২) আনোয়ার পাশা (৫৫) সোনা খাতুন (৪৮) ইয়াছমিন আক্তার (২৪) মিলে দলবদ্ধ ভাবে হামলা চালিয়ে বসত বাড়ি ভাংচুর চালায়। এ ঘটনায়ও স্থানীয়রা অবগত আছেন,পরবর্তীতে গেল ২২ই মে দুপুর অনুমান ০২:৩০ ঘটিকার দিকে উজির আলীর নেতৃত্বে আবারও দলবদ্ধ হয়ে দা-ছুরি, লোহার রড দিয়ে আয়েরা বেগম এর উপর অতর্কিত হামলা চালায় তারা,আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
Leave a Reply