মহেশখালীতে ছাত্রলীগ নেতা জসীমের উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ১৬/০২/২০২২ ইং কক্সবাজারের মহেশখালীতে উপজেলা ছাত্রলীগ নেতা জসীম বিজয়ের উদ্যোগে প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালী ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ ই জানুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ০৪ টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রথমে র্যালী ও পরবর্তীতে কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রায় সহস্রাধিক নেতকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া গ্রাম হতে শুরু হয়ে প্রথমে দক্ষিণ দিকে এবং পরে উত্তরদিকে প্রায় এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। গোটা র্যালী মুখরিত ছিল, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শুভ শুভ শুভ দিন- ছাত্রলীগের জন্মদিন, বাংলাদেশ ছাত্রলীগ- নেতা মোদের শেখ মুজিব এমনই সব স্লোগানে। এরপর কেক কর্তনের মধ্য দিয়ে উক্ত কর্মসূচি সমাপ্ত হয়। ছাত্রলীগ নেতা জসীম বিজয় বলেন, আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচি সফল ও স্বার্থক করায় ছাত্রলীগের সকল নেতাকর্মীকে আমি ব্যাক্তিগত তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অপশক্তিকে রূখে দেয়া এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য।
Leave a Reply