মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সালাম কবির, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব পংকজ দত্ত ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ দেলোয়ার হোসেন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে বিশেষ টিম-০৩ গোপন সংবাদের ভিত্তিতে ১৯/০৪/২০২১খ্রিঃ ২৩.১৫ ঘটিকায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রেলওয়ে পলোগ্রাউন্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি চাইনিছ কুড়াল, ০১টি তলোয়ার, ০১টি টিপ ছুরি ও ০১টি লোহার ছুরি সহ মোঃ শাহ আলম প্রকাশ আলম (৪২), মোঃ সোহেল প্রকাশ জুয়েল প্রকাশ মামা জুয়েল (২৩), আল আমীন প্রকাশ আমিন প্রকাশ সুমন (২৪), মোঃ শহিদুল আলম সানি প্রঃ সানি (৩১), মোঃ শফিকুল ইসলাম (২০), মোঃ সুজন প্রঃ হানিফ (২১) কে গ্রেফতার করেন।
Leave a Reply