সনাতন হিন্দু ধর্মের অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জন্মষ্টমী উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার উদৌগে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত। শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে কক্সবাজার গোলডিঘির পাড় চত্বরে আলোচনা সভা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত হয়। আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃমামুনুর রশিদ , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু-কক্সবাজারের মাননীয় সাংসদ সাইমুন সরওয়ার কমল এমপি, উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী অফিসারবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবিন্দ। এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ব রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কক্সবাজার জেলার সভাপতি বাবু স্বপন নাজির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কক্সবাজার জেলার সাধারন সম্পাদক বাবু অধ্যাপক প্রিয়োতোষ শর্মা চন্দন। আলোচনা সভা শেষে এক মঙ্গল শোভাযাত্রা কক্সবাজার শহরের গোলদিঘির পাড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে আবার গোলদিঘির পাড়ে এসে শেষ হয়। ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন নারী পুরুষ, শোভাযাত্রায় অংশগ্রহন করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইমুন সরওয়ার কমল এমপি, তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
Leave a Reply