যশোর বেনাপোল বন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন রানা (৩৫) নামে এক সি এন্ড এফ ষ্টাফ নিহত হয়েছেন।
আজ ভোরে উন্নত চিকিৎসার জন্যঢাকায় নিয়ে যাওয়ার পথে মানিকগঞ্জে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। এর আগে গতকাল তিনি গুরুতর আহত হন।
নিহত লোকমান হোসেন কাগজ পুকুর গ্রামের আ: সামাদের একমাত্র সন্তান এবং বন্দর সি এন্ড এফ এজেন্ট মাহি এন্টারপ্রাইজের ষ্টাফ ছিলেন। চাকুরির পাশাপাশি তিনি সংবাদপত্র ও সাংস্কৃতি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।মৃত্যুকালে তিনি ২ মেয়ে,পিতা,মাতা ও ২ বোনসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
বেনাপোল সি এন্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদুর রহমান জানান,গতকাল সন্ধ্যায় তিনি চেক পোষ্টে কার্গো শাখার কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এমন সময় বেনাপোল বন্দর সড়কে এক পথচারীকে বাঁচাতে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খেলে মাথায় আঘাত পেয়ে ট্রাকের নিচে চলে যান।
তাৎক্ষণিকভাবে অন্যান্য ষ্টাফরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।এম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মানিকগঞ্জে তার মৃত্যু হয়।
লোকমান হোসেনের অকাল মৃত্যুতে বেনাপোল সি এন্ড এফ এজেন্ট ষ্টাফ এ্যশোসিয়েশনের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজ দুপুর কাগজ পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে কাগজ পুকুর কবরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply