যশোরের বেনাপোল পোর্ট থানাধীন খলসি গ্রাম থেকে গতকাল ভোর রাতে একটি বিদেশি পিস্তল,এক রাউণ্ড গুলি ও দু’টি ম্যাগজিন দুই যুবককে আটক করেছে যশোর ডিবি পুলিশ।আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকার পুটখালি গ্রামের কানাই সরকারের ছেলে শংকর কুমার সরকার (২৭) ও একই এলাকার সাজ্জাদ আলীর ছেলে আজিম শেখ(১৯)।
এলাকাবাসী জানান,তারা দুই জনই পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী।শংকর সরকারের নামে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
যশোর ডিবি পুলিশের ওসি সৌমেন দাস জানান,অস্ত্র পাচারের গোপন খবরে সীমান্ত খলসি গ্রামে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এ অস্ত্রের চালানসহ তাদেরকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply