লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় বুড়িমারী ইউনিয়নের ইউপি সদস্য হাফিজুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
হাফিজুর সীমান্তপথে পালিয়ে যেতে পারেন এমন খবর পুলিশের কাছে ছিল বলে পুলিশ জানায়।
তবে হাফিজুল ইসলামের পরিবার দাবি করেন, হাইকোর্ট থেকে একটি মামলায় জামিনে আছেন তিনি।
উল্লেখ্য, গত বছর ২৯ অক্টোবর বিকেলে আসরের নামাজের পর পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার দায়ে গুজব তোলা হয় রংপুরের বাসিন্দা আবু ইউনুস জুয়েলের বিরুদ্ধে।
সেদিন সন্ধ্যার পরে জুয়েলকে নির্মমভাবে মধ্য যুগিও কায়দায় পিটিয়ে হত্যা করার পরও লাশ পোড়ানো হয় এই ঘটনায় পাটগ্রাম থানায় তিনটি পৃথক পৃথক মামলা হয়।
তিন মামলায় নামীয় ও অজ্ঞাত মিলে কয়েক সহস্রাধিক আসামীর মধ্যে এর আগে ৫৩ জন, আসামী গ্রেফতার করা হয়। এরই মধ্যে বেশ কিছু আসামি জামিনে মুক্তি পেয়েছেন,বলে যানা যায়।
লালমনিরহাট ডিবি ও পাটগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে অন্যতম আসামী বুড়িমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য হাফিজুল ইসলাম (৫০)কে গ্রেফতার করার সত্যতা নিশ্চিত করেন পাটগ্রাম থানা ওসি সুমন কুমার মহন্ত। এক মামলায় জামিনে থাকলেও আরেক মামলায় অজ্ঞাত আসামী হিসেবে হাফিজুল ইসলামকে গ্রেফতার হতে পারে এমন তথ্য জানান পুলিশ।
Leave a Reply