লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী মহাসড়কের কল্লাটারী উঁচা ব্রীজ নামক স্থানের ২০০ গজ পূর্বে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
আজ ৫ মে রোজ বুধবার সকাল ৭টায় পাটগ্রাম থেকে বুড়িমারী গামী হয়ে যাচ্ছিল একটি ট্রাক অতর্কিতে ভাবে ভ্যানে থাকা যাত্রীদের ধাক্কা দেয় এতে ভ্যনটিকে দুমড়ে-মুচড়ে দিয়ে যায় ঘাতক ট্রাকটিতে। ঘটনা স্থলে ২ জন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হন, আহতদের চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে , পারিবারিক সূত্রে জানা গেছে আহতদের উন্নত চিকিৎসার জন্য অল্পকিছুক্ষণের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতে পারে।
নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আকবারালি (৫৫) এবং যাদু ইসলাম (৩৭) মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের এলাকায়।
মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন বুড়িমারী ইউনিয়নের ৯ নং ইউপি সদস্য মোঃ হাসনাদুল ইসলাম প্রধান ।
Leave a Reply