২৯ জুন ২০২২ বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ সেমিফাইনাল ম্যাচ বাঁশখালী উপজেলা বনাম লোহাগড়া উপজেলা নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে বাঁশখালীর বালক বালিকাদের জয়রথ অব্যাহত।
বালিকারা ৪ শুন্য গোলে উড়িয়ে দিয়েছে শক্তিশালী লোহাগাড়া দলকে, বালকদের যুদ্ধ। ৪-১ শুন্য গোলে এগিয়ে আছে বাঁশখালী বালক দল। । ফাইনাল স্কোর লাইন বাঁশখালী বালক দল ৪-১ ’ লোহাগাড়া বালক দল ,বাঁশখালী বালিকা দল ৪-০ ’ লোহাগাড়া বালিকা দল।
Leave a Reply