ফ্রেন্ডস ভিউ সারা বছর বিভিন্ন ধরনের ভালো মানের কাজ করে যাচ্ছে, করোনা পরিস্থিতিতে ” ফ্যশন ফর লাইফ ” নামক অনুষ্ঠান করে সব মিডিয়ায় আলোড়ন তৈরি করে, ২০২১ সালে মিডিয়া ইন্ডাস্ট্রিতে নতুন চমক নিয়ে আসতেছে, আগামী ২২ মার্চ ৩ তম ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে হোটেল রিজেন্সিতে, সেই সাথে আরো নতুন চমক উপহার দিবেন “মিস গ্রামার বাংলাদেশ ” নামক একটি সুন্দরী প্রতিযোগিতা ইতি মধ্যে সকল কার্যক্রম শুরু করে দিয়েছে।
তিনি আমাদের আরও জানান ফ্রেন্ডস ভিউ এর চেয়ারম্যান জনাব রবি চৌধুরী তার জন্মদিনে সরার কাছে দোয়া চেয়েছেন, সব সময় সবার ভালোবাসা পেয়েছেন আগামীতে কাজ গুলো যেন ভালোভাবে সম্পন্ন করতে পারেন তার জন্য সবার দোয়া চেয়েছেন।
Leave a Reply