গত ১ আগষ্ট শনিবার কয়েকটি দৈনিক পএিকা ও অনলাইন পোটালে “মসজিদে হামলা শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টগোচড় হয়েছে। সংবাদে আমার নামে ভুল তথ্য দিয়ে, সংবাদটি প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে আমি মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে সব মুসল্লির অনুরোধে সভাপতি বজলু সরদারের কাছে হিসাব দেখতে চাইলে। মসজিদ কমিটির সভাপতি বজলু সরদার ও তাঁর ছেলে লিংকন সরদার আমার দিকে মার মুখি হয়ে এগিয়ে আসে।
আমি মসজিদে শান্তি ভঙ্গ এবং নিজের নিরাপত্তার কথা ভেবে। শ্রীনগর থানা পুলিশকে ঘটনাস্থলে আসার অনুরোধ জানাই। শ্রীনগর থানা আফিসাস ইনচার্জ জানাব হেদায়েতুল ইসলাম সাহেব এসে মসজিদ কমিটির সবাইকে সোমবার থানায় আসার অনুরোধ করেন এবং তিনি থানায় বসে বিষয়টা মিমাংসা করে দিবেন। প্রকাশিত সংবাদ উদ্দেশ্য প্রনোদিত। প্রকৃতপক্ষে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি দুস্কৃতকারী মহল আমাকে এলাকায় হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ঈর্ষান্বিত হয়ে সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশে সহায়তা করেছে। ভুল ও মিথ্যা তথ্য প্রদানকারিদের বিরুদ্ধে আমার নিয়োজিত বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আইনগত ব্যবস্থা নিবো।
Leave a Reply