পুণরায় চেয়ারম্যান নির্বাচিত হতে চান আব্দুল গফুর মোল্যা। তিনি গত-২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হন। ইউনিয়ন বাসী আব্দুল গফুর মোল্যা কে দলমত নির্বীশেষে ছাতা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে বিপুল ভোটে জয়ী করে। ১নং জলমা ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ করে দেন। তারপর পুণরায় আবারও-২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গরুর গাড়ী মার্কায় দলমত নির্বীশেষে এক জোট হয়ে ইউনিয়ন বাসী বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী করেন। দীর্ঘ দশ বছর মেয়াদ উত্তীর্ন হবার সময়,প্রায় শেষের পথে এই স্বল্প সময়েই আব্দুল গফুর মোল্যা-১নং জলমা ইউনিয়ন বাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নাগরিক সেবার মান নিশ্চিত করার লক্ষে পরিষদে যার ব্যাপক ভূমিকা রয়েছে। চেয়ারম্যান আব্দুল গফুর মোল্যা গ্রাম আইন- সালিশি কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়ন পরিষদে যার গুনও খ্যাতি ছড়িয়ে পড়েছে চারদিক। সুমিষ্টভাষী সদালাপী বিনয়ী যোগ্য, দক্ষতায় জনপ্রিয়তায় চেয়ারম্যান আব্দুল গফুর মোল্যা পুণরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ ১নং জলমা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জলমা বাসীর সেবা- করতে চান।
এ ব্যাপারে এলাকা বাসীর সাথে কথা বলে জানা যায়,ভোটাররা তাদের যোগ্য প্রার্থী আব্দুল গফুর মোল্যা কে আবারও দলমত নির্বীশেষে একজোট হয়ে ভোট দেবে। তাদের ভাষ্যমতে, বিগত-১০ বছরে জনগনের পাশে থেকে সবার সঠিক সেবার মান নিশ্চিত করেছেন। তার ব্যাপারে কোনরকম অনিয়ম-দুর্নীতি তথ্য পাওয়া- যায়নি। সে আল্লাহ ভীরুও সৎ চিন্তার মানুষ। মডেল ইউনিয়ন পরিষদ গঠনেও মাদক- সন্ত্রাস- নারী নির্যাতন বন্ধে আব্দুল গফুর মোল্যা একজন রোল মডেল। ১নং জলমা ইউনিয়ন পরিষদের পুণরায় নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আব্দুল গফুর মোল্যা কে দেখতে চায় জলমা বাসী।
Leave a Reply