২০ মে ২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ২২:৪৫ ঘটিকায় পাহাড়তলী থানাধীন দুলালাবাদ পাহাড়তলী রেলক্রসিং সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত/চোর দলের ০৫ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে ০২টি ছোরা, ০১টি বোল্ড কাটার, ০১টি শাবল, ০১টি প্লায়ার্স, ০১টি নোস প্লায়ার্স, ০১টি লোহার হাতল, ০১টি মিনি পিকআপ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় পিকআপ যোগে গিয়ে গরু চুরি ও ডাকাতি করে থাকে। গত এক মাসে তারা জোরারগঞ্জ থানা এলাকা, ফকিরহাট হতে একাধিক গরু চুরি ও ডাকাতি করেছে।
গ্রেফতারকৃতরা মেট্টো এলাকায় ডাকাতি করার জন্য অস্ত্র-শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে পিকআপ যোগে যাওয়ার সময় পাহাড়তলী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply