টঙ্গীবাড়ী উপজেলা হাসাইল বানারী ইউনিয়নের বেপারী বাড়ির কাছে পদ্মার পার অতিরিক্ত স্রোতের চাপে কারনে পাথরে গিয়ে আগাত খায়। আঘাতে মুন্সী শিপিং লাইন্স কোষ্টারটি তলা ফেটে যায়। কোষ্টারটিতে মোট ৬হাজার ২০০ বস্তা শাহ সিমেন্ট ছিলো।টংগিবাড়ী থানা প্রশাসনের সহযোগিতায় ১৫০০ বস্তার সিমেন্টের মত উদ্ধার করা হয়।
আঘাত প্রাপ্ত ফাটা স্থান দিয়ে পানি উঠে কোষ্টারটি আস্তে আস্তে ডুবে যাওয়ার পরিস্থিতি হলে অন্য দুটি কোষ্টার দিয়ে সার্পোটের মাধ্যমে কোষ্টারটিকে পানিতে বাসিয়ে রাখার চেষ্টা করেছে।শেষ রক্ষা হয়নি কোষ্টারটি। কোষ্টারটিতে যে সিমেন্ট ছিলো সব নিয়ে পানিতে ডুবে যায়।কিন্তু নদীর কিনারে থাকার কারনে কোস্টারটি পাথরের সাথে বেঝে কিছু অংশ বেসে আছে।এস আই মনসুর জানায় স্থানীয় কিছু লোক প্রশাসন আসার আগেই কিছু সিমেন্ট লুটপাট করে। প্রশাসনের হস্তক্ষেপে বাড়ি বাড়ি গিয়ে তা উদ্ধার করে।
Leave a Reply