পাটগ্রাম উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০ জন গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে গৃহের দলিল হস্থান্তর করা হয়। রবিবার সকাল ১১টায় উপজেলা সহিদ আফজাল মিলনায়তনে, ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে পাটগ্রাম উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে ভিডিও কনফারেন্সে ভূমি ও গৃহ প্রদান ২য় পর্যায়ের শুভ উদ্বোধন করেন। ২য় পর্যায়ে সারা বাংলাদেশে ৫৩ হাজার ৩৪০ ঘরের মধ্যে উপজেলার আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় পাটগ্রাম উপজেলায় আজ ৪৫ টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি গৃহহীনদের হাতে হস্তান্তর করেন ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাটগ্রাম পৌরসভার মেয়র জনাব মোঃ রাসেদুল ইসলাম সুইট, জনাব বাবু পূর্ণ চন্দ্র রায়, বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা, জনাব মোঃ রুবেল রানা পাটগ্রাম ভুমি সহ কমিসনার ও সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্তরের নেতা নেত্রী সহ গৃহহীন পরিবার সহ সাধারণ জনগণ ।
Leave a Reply