লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর ইউনিয়নে এক ভুট্টাক্ষেত থেকে সকাল ৭টা ২০মিনিটে ভুট্টা ক্ষেতে কাজ করতে গেলে দেখতে পায় একটি বিষধর অজগর সাপ দেখতে পায় এলাকাবাসী।
তথ্যসূত্রে জানা যায় মোঃ লুতু নামে এক ব্যক্তির ভুট্টাক্ষেতের নেটের জালে আটকা পড়ে অজগর সাপটি যার ওজন অনুমানিক ৫ থেকে ৬ কোজি
এবং তার দৈর্ঘ্য ৫ থেকে ৬ ফুট যা ধারণা করা হচ্ছে।
সকালবেলা লুতু মিয়া ভুট্টো খেত দেখতে গেলে চোখে পড়ে নেটের জালে আটকা পড়ে আছে সাপটি , এমনতো অবস্থায় লুতু মিয়া চিৎকার শুরু করে পরে স্থানীয় জনগণ লোকজন ছুটে এসে দেখতে পায় এই অজগর সাপটি এরপর সাপটি আটক করে একটি খাচায় বন্দি করা হয় ।
এদিকে, সাপটিকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারের সুবিধার্থে পাটগ্রাম উপজেলা প্রানী সম্পদ অফিসারের সাথে ফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন উঠাননি।
শুধু এই বিষয়ে না বিভিন্ন সময়ে তাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন না।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানায় আমার একজন এসআই মাহফুজ ঘটনাস্থল পরিদর্শন করেন , পরে সাপটিকে প্রাণিসম্পদ অধিদপ্তর হস্তান্তর করা হয়
Leave a Reply