নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে মাদক ব্যবসায়ী মা-ছেলেকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ২৩ নম্বর ক্লাস্টার থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা হলেন- জামাল উদ্দিনের স্ত্রী খতিজা খাতুন ও তার ছেলে সৈয়দ নূর। ভাসানচর থানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) অরুণ মিত্র সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ক্লাস্টারে অভিযান চালায় এপিবিএন সিভিল টিম। এ সময় ঘর থেকে ২৫০পিস ইয়াবাসহ এক মা ও তার ছেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এপিবিএন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
আসামিদেরকে হাতিয়া কোর্টে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
Leave a Reply