1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

নাচোলে জমিজমা নিয়ে বিরোধের জেরে পাল্টা সংবাদ সম্মেলনের প্রতিবাদ

মোঃ মিজানুর রহমান, শিবগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট: বুধবার, ৫ মে, ২০২১
নাচোলে জমিজমা নিয়ে বিরোধের জেরে পাল্টা সংবাদ সম্মেলনের প্রতিবাদ
নাচোলে জমিজমা নিয়ে বিরোধের জেরে পাল্টা সংবাদ সম্মেলনের প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের জালিয়াতি চক্রের মিথ্যা মামলা স্বপক্ষে পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুল রাজ্জাক গত ২১ শে এপ্রিল ২০২১ ইং বুধবার। প্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলনের প্রয়োজন করে প্রতিপক্ষ রেজাউল করিম ওরফে নাজির দালাল গত ২৭ শে এপ্রিল ২০২১ ইং মঙ্গলবার। জালিয়াত রেজাউল করিম দাবি, রেকডীয় প্রজা বেলাল উদ্দিনের ছোট মেয়ের মিথ্যা মৃত্যুন্তে কন্যা নিকট হতে গত ইংরেজি ২০১৯ সালের ২ ডিসেম্বর ৫৯০০ নম্বর পাওয়ার অব এ‍্যাটনি দলিল মূলে ক্ষমতা প্রাপ্ত হয়ে জমির মালিক হয়। অথচ মামলার আরজি কিংবা পুলিশের তদন্ত প্রতিবেদনের জমির প্রকৃত দাতার কথা কোথাও উল্লেখ নেই। এমনকি ২০১৯ সালের ২ ডিসেম্বর ৫৯০০ নম্বর দলিলের কথা বলা হলো সেই নম্বরের দলিলের কোনো অস্তিত্ব নেই। জালিয়াত রেজাউল জমি দেখাশোনা চাষাবাদের কথা উল্লেখ করলেও তদন্ত প্রতিবেদনে তদন্ত ফলাফল কালামের মামলার আইও করিয়াছেন, বাদীর স্ত্রী ক্রয়সূত্রে জমির মালিক হলেও বাদী জমি দখল করিয়া চাষ আবাদ করেছে পারেন নাই। মামলার আরজি ও তদন্ত প্রতিবেদনে আব্দুল রাজ্জাক, জিয়া, কবির, আব্দুর রহমানকে আসামি করা হলেও পাল্টা সংবাদ সম্মেলনে জালি অর্থ রেজাউল অহাব আলী নামে নতুন মন গড়া আসামি সংযোজন করিয়াছেন এবং ধান কাটা ও মারধরের কথা বলা হলেও আইও তদন্ত প্রতিবেদনে ধান কাটা ও মারধরের কথা উল্লেখ করেনি। জালিয়াত রেজাউলের দাবি এস আই আকবর আদালতে সঠিক তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু ভুক্তভোগী আব্দুল রাজ্জাক অন্য কোন সংস্থার মাধ্যমে মামলার পুনঃতদন্ত চেয়েছেন যাতে প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হয়। আব্দুর রাজ্জাক বলেন রেজাউল সংবাদ সম্মেলনে আমাকে জালিয়াত আখ্যায়িত করেছে তাই তার কাছে আমার প্রশ্ন আমি কার সম্পত্তি জালিয়তি করেছি? আব্দুর রাজ্জাক আরো বলেন জালিয়াত রেজাউল আলী আকবর ও পারভেজ নামে দুই বিতর্কিত ব্যক্তি কে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। তারা আমার দায়ের করা হত্যা চেষ্টা মামলায় নং জিআর ৬২৮/২০১৬( শিব) অপহরণ মামলা নং ২২০ সি /২০১৭( নবাব) ও রেকর্ড সংশোধনী মামলা নং ৯৭/২০২০ অ:প্র:( শিব) মামলার আসামি/ বিবাদী এছাড়াও পারভেজ আলী রাজনৈতিক আন্দোলনের হত্যা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira