ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ২ দিনের সফরে কক্সবাজার এসে পৌঁছেছেন। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাছেন।
বিকেল ৩ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। বিকেল ৫ টায় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।
সন্ধ্যা সাড়ে ৬ টায় কক্সবাজার সার্কিট হাউসে কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন। পরদিন শুক্রবার ৫ মার্চ সকাল ১০ টায় চট্টগ্রামের লোহাগাড়ার উদ্দ্যেশ্যে সড়কপথে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা যায়।
Leave a Reply