1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

দ‌ক্ষিণ অঞ্চ‌লের মানুষ মাওয়ার বিকল্প নৌ-পথ হিসাবে ব্যবহার কর‌ছে মুন্সীগঞ্জের দী‌ঘিড়পাড় কে

মোঃ লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি :
  • আপডেট: শুক্রবার, ২১ মে, ২০২১
দ‌ক্ষিণ অঞ্চ‌লের মানুষ মাওয়ার বিকল্প নৌ-পথ হিসাবে ব্যবহার কর‌ছে মুন্সীগঞ্জের দী‌ঘিড়পাড় কে
দ‌ক্ষিণ অঞ্চ‌লের মানুষ মাওয়ার বিকল্প নৌ-পথ হিসাবে ব্যবহার কর‌ছে মুন্সীগঞ্জের দী‌ঘিড়পাড় কে

ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাওয়ার দুটি ফেরিঘাটে দিবাকালীন ফেরি চলাচল গত মঙ্গলবার সকাল থেকে সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দেয়া হলেও মাওয়া ও পাটুরিয়া ঘাটে জনতার ঢল এতটুকুও কমেনি বলে জানাচ্ছেন স্থানীয় ।

তারই অংশ হিসা‌বে যাত্রীরা বে‌ছে নি‌য়ে‌ছে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার দী‌ঘিড়পা‌ড়ে নে‌ৗ-পথ কে ।
আজ শুক্রবার দেখা গে‌লো মাওয়া ঘা‌টের বিকল্প পথ হিসা‌বে মানুষ ব‌্যবহার কর‌ছে টঙ্গীবাড়ী উপ‌জেলার দিঘীড়পাড় নৌ-পথ কে ।এই নৌ-পথ দি‌য়ে দক্ষ‌িন অঞ্চল বি‌ভিন্ন জেলার মানুষ দী‌ঘিড়পা‌ড়ের নৌ-প‌থে ঢাকা সহ দে‌শের জাগার প্রবেশ কর‌ছে ।
আজ সকাল শুক্রবার সকাল থে‌কে দেখা গে‌লো মুন্সীগঞ্জের দী‌ঘিড়পা‌ড়ের এই নৌ -প‌থে ঢাকা ডুকার জন‌্য মরিয়া মানুষের ঢল ।
স্হানীয় এক জানান, এবা‌রে মত কোন বছর এত যাত্রী আর দেখা যায় নাই ।
এই পথে মূলত বরিশাল বিভাগের সবগুলো জেলা, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, খুলনা, মংলা বন্দর, বাগেরহাট, গোপালগঞ্জ মানুষ যাতায়ত কর‌ছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira