জন্মদিন
এম.এ. আলম শুভ
অপেক্ষার প্রহর বুঝি আজ শেষ হলো
তিনশত পঁয়ষট্টি দিন আজ ফুরিয়ে গেলো।।
এলো এক নতুন দিবসের কোলাহল আবাস
ধুয়ে যাক মুছে যাক হয়ে যাক ব্যাথা হ্রাস।।
এই এক নতুন জাগরণ নতুন দিনের সন্ধ্যান
নতুন করে ফিরে পাওয়া পুরোনো স্মৃতির টান।।
প্রিয় জনের কাছে আজ ফুটেছে সুখের ফুল
বাবা-মা হলো প্রিয়জন আজকের দিনটির মূল।।
এক একটি দিন করেছে লালন রেখেছে বুকে বেঁধে
একটু অসুখে রাত জেগেছে মা, নিরবে গিয়েছে কেঁদে।।
সারাটি দিন ক্লান্ত শরীরে এসেছে ফিরে যখন
বাবা আমার কোথায় বলে ডাকছে বাবা তখন।।
অনেক আদরের ছেলে তিনি তার বাবা মার
মুছে দিবে একদিন এই ছেলে সব অন্ধকার।।
আজকের এই দিনটি তার এমনি যেনো হয়
সুখ শান্তি ভালোবাসায় সারাজীবন রয়।।
নতুন দিনের নতুন গানে বাজুক সুখের বীণ
আজ শুধু শকিকুল ইসলাম স্যার কে জানাই
শুভ জন্মদিন- শুভ জন্মদিন- শুভ জম্মদিন।
আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা স্যার আপনাকে।
সংগ্রহীত।
Leave a Reply