মোঃ লাবলু মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলার সন্মানিত ও সুযোগ্য এবং সাংবাদিক বান্ধব পুলিশ সুপার জনাব আব্দুল মোমেন পিপিএম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হাসিবুল সরকার, দৈনিক সভ্যতার আলোক সম্পাদক মীর নাসির উদ্দীন উজ্জল,এছাড়া মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ শহীদ -ই হাসান তুহিন ( জিটিভি ও যায়যায়দিন) , সাধারণ সম্পাদকএ্যাডঃ আবু সাঈদ সোহান( ডেইলি ইন্ডাস্ট্রি) ,কোষাধ্যক্ষ সেতু ইসলাম( নিউজ টোয়েন্টিফোর টিভি) সাবেক সভাপতি কাজী দিপু (সমকাল) রাসেল মাহমুদ( চ্যানেল আই) সহসভাপতি গোলজার হোসেন ( দিনকাল) সহ সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এবং সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংবাদিক এ্যাডভোকেট সুজন হায়দার জনি ও মুন্সীগঞ্জ পৌরসভার ১,২,৩ ওয়ার্ডের তিন বারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর ও সমাজ সেবক নার্গিস আক্তার, জনপ্রিয় ক্রিয়াবিদ ও সমাজ সেবক আয়নাল হক স্বপন সহ আরো অনেক জ্ঞানী গুনীজনরা। এছাড়াও ছোটশিশুমনি ফারদিনা লাবলু ঐশী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশীদ খোকা ( দেশ রুপান্তর)প্রথম আলোর মোঃ ফয়সাল, মঈনুদ্দিন সুমন( এনটিভি) জুয়েলরানা( সময়ের আলো),সাজ্জাদ হোসেন( ডিবিসি ও ডেইলি স্টার এবং প্রচার সম্পাদক ), শুভ ঘোষ( চ্যানেল টোয়েন্টিফোর), আরাফাত রায়হান সাকিব( যমুনা টিভি), সুমন ইসলাম ( সংবাদ প্রতিদিনও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ), শেখ মোঃ রতন( মাইটিভি ও যুগ্ন সম্পাদক ), মাসুদরানা ( আলোকিত বাংলাদেশ ও দপ্তর সম্পাদক), নাদিম মাহমুদ ( আমাদের সময় ও সাংগঠনিক সম্পাদক) সুজন পাইক ( মোহনা টিভি ও ক্রিয়া সম্পাদক) জিতু রায়, ( নিউজ একাত্তুর টিভি), সুমিত সুমন, জাহাঙ্গীর আলম, মোঃ মোস্তফা, রুবেল মাদবর, লিটন মাহমুদ ,নাহিদ ইসলাম,রুবেল রানা সহ আরো অনেকে।
Leave a Reply