বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চকরিয়া উপজেলার আজকের আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে খুলনা জেলার রুপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর শিয়ালী গ্রামে মল্লিকপাড়ায় গত ৭ আগস্ট ২০২১ রোজ শনিবার হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এর সুষ্ঠ তদন্ত এর মাধ্যমে এর সঠিক বিচারের ও দোষীদের শাস্তির দাবীত ১৩ আগস্ট ২০২১ রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সারাদেশে একযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাকে কক্সবাজার জেলা হিন্দু মহাজোট এর নির্দেশে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চকরিয়া শাখা ।
সকাল ১০ঘটিকায় থানা রাস্তার মাথায় বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ করেন।তাদের সাথে সম্মতি প্রকাশ করে মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, যুব মহাজোট উপজেলা শাখা। চকরিয়া উপজেলা হিন্দু মহাজোট মানববন্ধন সভাপতিত্বে করেন বাবু লিটন দাশ, বক্তব্য রাখেন জেলা মহাজোটের যুগ্ম আহবায়ক পন্ডিত মিঠুন আচার্য, বাসু দাশ, উৎপল দে, সজিব রায়, পরেশ দাশ, সুমন দাশ, জেলা ছাত্র মহাজোটের সাধারন সম্পাদক রাসেল দে, উপজেলার সভাপতি দিলীপ দে, পৌর সভাপতি রিমু পাল, যুবনেতা বিরাজ দেব। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ছাত্র মহাজোট নিবাহী সভাপতি কৃষ্ণ ঘোষ,সাংগঠনিক সম্পাদক পুবন দাশ,প্রচার সম্পাদক হৃদয় দে,সহ-দফতর সাগর দে,ছাত্র নেতা রিমু, সৃজন, সাগর, নয়ন, কালু, অনিক, মিলন দে, অপু, বিপ্লব, আকাশ, সুব্রত, মান্না, সঞ্জয়, জয়দীপ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply