খুলনার রুপসার শিয়ালি,পটুয়াখালীর কলাপাড়া,মৌলভীবাজার এর কুলাউড়া সহ দেশব্যাপী বিভিন্ন মঠ মন্দির ও সংখ্যালগুদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ কর্মসুচীর অংশ হিসাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা ও সহযোগী সংগঠনের উদ্যোগে কক্সবাজার পৌরসভা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সভাপতি বাবু দ্বীপন্কর বড়ুয়া পিন্টু। সঞ্চলনায় ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু অধ্যাপক প্রিয়তোশ শর্মা চন্দন।সভাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলার সভাপতি বাবু এডভোকেট রণজিৎ দাশ।
সভায় আরো বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাই বক্তারা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান।এই সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply