হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের দাউদকান্দি হাইওয়ে থানা কর্তৃক পরিবহন সেক্টরের শৃঙ্খলা রক্ষা সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে চালক ও হেল্পারদের নিয়ে মহাসড়কে নিরাপদে চলাচল ও সড়ক আইন সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ শাহাদাত হোসেন, সার্জেন্ট দাউদকান্দি হাইওয়ে থানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি মোঃ জহিরুল হক দাউদকান্দি হাইওয়ে থানা, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন, দাউদকান্দি প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন মোঃ শাহ জালাল সভাপতি গৌরীপুর রেন্ট এ কার মালিক সমিতির, মোহাম্মদ আউয়াল সেক্রেটারি গৌরীপুর রেন্ট এ কার মালিক সমিতি,আলাল মিয়া সভাপতি, ড্রাইভার সমিতি, মোঃ আনিসুর রহমান সেক্রেটারী গৌরীপুর ড্রাইভার সমিতি, এ সময় আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।।।
Leave a Reply