জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলের এক সাংবাদিকের পরিবারের সদস্য তালেবানের হামলায় নিহত হয়েছে বলে জানা গেছে। এসময় আরও একজন আহত হন- জানিয়েছে সিএনএন । এক প্রতিবেদনে ডয়েচে ভেলে জানিয়েছে, ডিডাব্লিউয়ের তিনজন সাংবাদিককে বেশ কয়েকদিন ধরেই খুঁজছে তালেবানরা। তাদের সন্ধানে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছে তারা। এক পর্যায়ে তারা ওই সাংবাদিকের বাড়িতেও তল্লাশি চালায়। খুঁজে না পেয়ে তার পরিবারের এক সদস্যকে হত্যা করা হয়। গুরুতর আহত হন আরও এক সদস্য।
ডিডাব্লিউয়ের ওই সাংবাদিক এখন জার্মানিতে অবস্থান করছেন। ডিডাব্লিউয়ের ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ বলেন, জার্মান সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের এক এডিটরের পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে।
Leave a Reply