মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিৎ হওলাদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন । আহত হয়েছেন নিহতের সাথে থাকা অনসুর রানী হাওলাদার (২৩) নামে এক নারী । নিহত অভিজিৎ হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মঠবাড়িয়া গ্রামের রতন হাওলাদেরর পুত্র । আহত অনুসর রানী হাওলাদারের একই এলাকার উত্তম হাওলাদারের মেয়ে । তবে তারা দুজনের সম্পর্কে কি হোন সে বিষয়ে পুলিশ জানাতে পারেনি ।
শুক্রবার ১৯ জানুয়ারী বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান,বেলা সাড়ে ১২ টার দিকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-১২-১২৪৮) করে অভিজিৎ ও অনুসর ঢাকার দিকে যাচ্ছিল । নিমতলা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে তারা রাস্তায় রেলিং ছিটকে পড়ে । এ সময় ঘটনাস্থলে অভিজিৎ মারা যায় ।
গুরুতর আহত অনুসর হাওলাদাকে প্রথমে সিমরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন । দুজনের বাড়ী একই এলাকায় হওে তারা একে অপরের সম্পর্কে কি হোন তা জানার চেষ্টা চলছে ।
Leave a Reply