মোবারক হোসেন ভূঁইয়া, চট্টগ্রাম : ঢাকা ব্যাংক লিঃ চট্টগ্রাম নগরীর হালিশহর শাখার অধীন কর্নেল হাট উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল ১১টায় শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন। অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ঢাকা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এমরানুল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ জহুরুল আলম জসিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর আবিদা মুস্তফা, তসলিমা ইয়াসমিন রুবি, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজউদ্দৌলা চৌধুরী, কর্নেল হাট বণিক সমিতির সভাপতি জাফর আলম, ঢাকা ব্যাংক লিঃ এর আঞ্চলিক প্রধান নুরুল আরশাদ চৌধুরী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু জাফর, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঢাকা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন শাখা প্রধানগণ এবং প্রচুর সংখ্যক গ্রাহক ও ব্যবসায়ীবৃন্দ। প্রধান অতিথি বক্তব্যে খোরশেদ আলম সুজন বলেন, কিছু সংখ্যক বুদ্ধিজীবী শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে বলে আজগুবি বানোয়াট ও ভিত্তিহীন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনা ও তার সরকারের প্রতি আস্থাশীল। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো মজবুত ও শক্তিশালী ভিত্তির ওপর দাড়িয়ে আছে। তিনি কর্নেল হাট উপশাখাকে অত্র এলাকার একটি আদর্শ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং স্থানীয় ব্যবসায়ীদেরকে ঢাকা ব্যাংক লিঃ কর্নেল হাট উপ-শাখায় তাদের ব্যবসায়ীক লেনদেনসহ যাবতীয় কার্যক্রম চালানোর অনুরোধ করেন। তিনি বলেন ঢাকা ব্যাংক একটি ঐতিহ্যবাহী ব্যাংক এবং দীর্ঘ ২৭ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে। সুতরাং গ্রাহকরা আস্থার সাথে এ ব্যাংকের সাথে কাজ করতে পারেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-শাখার ব্যবস্থাপক সাইফুল আলম চৌধুরী।
Leave a Reply