“আনন্দযাত্রা পরিণত হলো শোকযাত্রায়” চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার পথে জীবনের শেষ যাত্রা হলো ১১ পর্যটকের।ঝরনায় হাসি-আনন্দ শেষে লাশ হয়ে হাটহাজারীর বাড়ি ফিরতে হচ্ছে তাঁদের। বড়তাকিয়া রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ যাত্রী নিহত হয়েছে। মূহুর্তের মধ্যেই মাইক্রোবাসটি ট্রেনের সামনের ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। দ্রুতগতি সম্পন্ন ট্রেনটি মাইক্রোবাসটিকে ঠেলে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান মাইক্রোবাসটিতে চালকসহ মোট ১৬ জন যাত্রী ছিলো। এর মধ্যে ১১ জন মারা গেছে আর বাকীরা হাসপাতালে। যেখানে গিয়ে ট্রেনটি থামে সেখানে ট্রেনের সামনেই দুমড়ে যাওয়া মাইক্রোবাসটি লাইনের ওপরই আড়াআড়ি অবস্থায় পড়ে ছিলো।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। আর আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রাও তাদের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।
Leave a Reply