নগরীর খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ ১৯৫০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিহারী বাজার প্রকাশ ঝাউতলা বাজারের ব্যবসায়ীদের কল্যাণে গঠিত ঝাউতলা রেলওয়ে বিপনী কেন্দ্র দোকানদার (বহুমুখী) সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ডবলমুরিং থানা সমবায় অফিসার সুমিত কুমার দত্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, সদস্য মৃত্যুঞ্জয় দাশ ও মোঃ রাশেদুল আলম এর দায়িত্বে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটারগণ ভোট প্রদান করেন। তীব্র প্রতিন্দ্বীতা পূর্ণ নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ৪১০ ভোট পেয়ে মোঃ হায়দার হোসেন (বাদল), সহ-সভাপতি পদে ঈগল প্রতীকে ২২৯ ভোট পেয়ে মাজহারুল ইসলাম হারুন, সম্পাদক পদে আম প্রতীকে সর্বোচ্চ ৪৬৪ ভোট পেয়ে আব্দুল আউয়াল স্বপন নির্বাচিত হন। পরিচালক পদে মোঃ শাহ জাহান সিলিং ফ্যান প্রতীকে ৪৬২ ভোট, আব্দুর রহিম টেলিভিশন প্রতীকে ৪১৯ ভোট, মিজানুর রহমান মিরাজ সিংহ প্রতীকে ৪১৪ ভোট, মোঃ আসলাম পারভজে ভুলু মাছ প্রতীকে ৪০৫ ভোট, মোঃ ফারুক হোসেন কবুতর প্রতীকে ৪০০ ভোট, মাহতাব উদ্দিন মুন্না ডাব প্রতীকে ৩৮৫, মোঃ নাদিম মোরগ প্রতীকে ৩৬৯ ভোট, মোঃ শিপন হোসেন হরিণ প্রতীকে ৩৬৮ ভোট, মোঃ রোকন উদ্দিন মামুন মোবাইল প্রতীকে ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। নির্বাচনে সভাপতি পদে ১০, সহ-সভাপতি পদে ৩২, সম্পাদক ২৪, পরিচালক পদে ১১৪টি ভোট বাতিল করা হয়।
Leave a Reply