জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
“বজ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন” এ প্রদিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ২০ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে র্র্যালী আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সালাউদ্দিন সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন,মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,ডিপুটি কমান্ডার নাজিম উদ্দিন,ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার পিন্সিপাল রুকন উদ্দিন প্রমুখ।
Leave a Reply