জাকীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন-২০২২ (১২-১৫ জুন) উপলক্ষে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এডভোকেসী ও পরিকল্পনা সভা আজ ৩০ মে সোমবার সকাল ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি ( উপ-পরিচালক)। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিবল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক সুব্রত চৌধুরী ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম কফিল উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। মূল বিষয় উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার। বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এএফএম জাহিদ। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, স্বাস্খ্য শিক্ষা কর্মকর্তা, স্যানিটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply