সারাবিশ্বে কোভিট -১৯ (করোনা ভাইরাস) মহামারি আকার ধারন করেছে। কোভিট- ১৯ এর দ্বিতীয় ঢেউ বাংলাদেশেও প্রকট আকার ধারন করেছে। এমতাবস্থায় বাংলাদেশ সরকার জনসচেতনার লক্ষে নানাবিধ কার্যক্রম গ্রহন করেছে। সরকারের এই ডাকে সাড়া দিয়ে কুড়িগ্রামের চিলমারী প্রেসক্লাব বৃহস্পতিবার সকালে উপজেলা ব্যাপি প্রায় ৫ হাজার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করেছে।
সকাল ১১টায় চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সকল সরকারী, বেসরকারী কার্যালয়ের কর্মকর্তা কর্মচারিদের মাঝে, মুক্তিযোদ্ধা সংসদের উপস্থিত মুক্তিযোদ্ধাদের মাঝে, উপজেলা মোড়, এলএসডি মোড়, রনি মোড়, থানাহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্টে রাস্তায় যানবাহন থামিয়ে সর্ব সাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয়।
এসময় চিলমারী প্রেসক্লাবের সভাপতি এস, এম নুরুল আমিন সরকার, সহ-সভাপতি আলমগীর হোসাইন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুজন, সাংবাদিক রাশীদুল ইসলাম বাদল, কে এম আনোয়ারুল ইসলাম জুয়েল, হুমায়ুন কবীর, মোঃ আব্দুল লতিফ মেহেদী, মাহমুদুল হাসান আনছারী, আবু সাঈদ বাবু, এস, এম রাফি, আলামিন খান লিমন, রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply