৮ হাজার কেজি আম নিয়ে যাত্রা শুরু করেছে ম্যাংগো স্পেশাল ট্রেন। সোমবার (১৩ জুন) বিকেলে রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে মালবাহী ট্রেনটি। এ উপলক্ষে রহনপুর রেলস্টেশনে ট্রেনটিতে আমের ঝুড়ি উঠিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী রেলওয়ের (পশ্চিম) প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম।
তিনি বলেন, এ বছরের প্রথম রহনপুর থেকে ৩ হাজার কেজি আম নিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু করলো। এরপর চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পোঁছাবে। সেখান থেকে আম নিয়ে রাজশাহী হয়ে ঢাকা উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। রাত ২টার দিকে ঢাকায় পৌঁছাবে।তিনি আরও বলেন, এ ট্রেন যতদিন আম থাকবে ততদিন চলবে। এ ট্রেনে আম ছাড়াও শাকসবজি ও দেশীয় ফলমূলসহ পার্সেল হিসেবে অন্যান্য মালামাল পরিবহন করা যাবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা খাতুনসহ অন্যরা।এদিকে বিকেল ৫ টার ১৭ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার ওবায়দুল্লাহ জানান, ২২৪ ক্যারেট আমভর্তি করে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ট্রেনটি।
Leave a Reply