চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় নির্মাণাধীন রানার নতুন পোলট্রি খামার এর পাশে ছায় দিয়ে ঢাকা অবস্থায় মৃতদেহ লাশ উদ্ধার করেন গোমস্তাপুর থানা পুলিশ।
উদ্ধারকৃত মরদেহ রাধানগর ইউনিয়নের বেলডাঙ্গা গ্রামের আদিবাসী যুবক অটো চালক জুয়েল মার্ডির (২০)।
ধারনা করা হচ্ছে কে বা কারা ঐ যুবককে হত্যা করে ছাই চাপা দিয়ে ঢেকে রাখে। সকালে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এসময় লাশ দেখতে স্থানীয় শত শত মানুষ ভীড় জমায় সেখানে।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস অটো চালকের লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বিস্তারিত।
Leave a Reply