অদ্য ২৫/০৩/২০২১খ্রিঃ বিকাল ০৩.০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের শুটিং ক্লাবে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় মুজিব শতবর্ষ শুটিং প্রতিযোগিতা-২০২১ এ প্রফেশনাল শুটার, পুলিশ অফিসার ও সাংবাদিক সহ মোট সাতটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম মহোদয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব এম কামাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিএমপি, চট্টগ্রামের সম্মানিত সভানেত্রী জনাব শরমিন জাহান। উক্ত অনুষ্ঠানে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর জনাব এম কামাল হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাব ও ক্রীড়া উন্নয়নে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বরাবর ০৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। শুটিং প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর সহ পুলিশ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply