কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মহাসড়কের এটিএন পার্কের পাশের পুকুরে নোহা গাড়ী পড়ে গিয়ে ডুলহাজারা ইউনিয়নের একই পরিবারের ৫জন সহ মোট ৭জন মানুষের মৃত্যু হয়েছে। জানা যায় চট্রগ্রাম থেকে আগত নোহা গাড়ী চকরিয়া পৌরসভার মহাসড়কের এটিএন পার্ক কমিউনিটি সেন্টার নামক যায়গায় আসলে গাড়ী ব্রেক ফেইল করলে গাড়ী রাস্তার পাশের পুুকুরে পড়ে এ দূর্ঘটনা গঠে।
এ দূর্ঘটনায় ডুলহাজারা ইউনিয়নের সুনামধন্য ওষুধের দোকান চৌধুরী ফার্মেসীর মালিক রতন চৌধুরী ও তার স্ত্রীসহ একই পরিবারের ৫জন ও বাঁশখালীর একজন বাকী১জনের পরিচয় এখন ও পাওয়া যায়নি।নিহতদের মধ্য ১টি শিশু ও রয়েছে। এছাড়া ১জন শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছে,তাদের কে চকরিয়া সরকারী হেলথ কমপ্লেক্সস ও চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।চকরিয়া হাইওয়ে পুলিশ দূর্ঘটনায় মোট ৭জন মৃতের কথা নিশ্চিত করেছেন।
Leave a Reply