চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় মাদক মামলায় ১০মাসের সাজাপ্রাপ্ত আসামী মো. আরাফাতকে (৩৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ২১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল উদ্ধার করা হয় । বৃহস্পতিবার রাতে ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরাফাত ডুলাহাজারা ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের মৃত এলাহদাদ এর ছেলে। চকরিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মোজাম্মেল হোসেন জানান, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া রাস্তার মাথা থেকে আরাফাতকে আটক করে। এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে আসামীর দেহ তল্লাশী করে ২১৯পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলায় ১০মাসের সাজা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply