চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে শারমিন আক্তার রিমা (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ৫ যাত্রী। বুধবার ভোর পৌনে ৫টার দিকে চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সুবুড্ডা ইউনিয়নের মীরেরবাগ এলাকার মো. রিয়াদ এর স্ত্রী। হাইওয়ে পুলিশ সুত্র জানায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস চকরিয়া কলেজ গেট এলাকায় পৌঁছেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ¦বর্তী খাদে পড়ে উল্টে যায়।
এসময় একজন নারী নিহত হয়। বাসের সব যাত্রী কমবেশী আহত হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ ও নিহত নারীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply