কক্সবাজারের চকরিয়ায় বসতবাড়ির গাছ কাটার সময় বিদ্যুতায়িত হয়ে জয়নাল আবেদীন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড ভরামুহুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়নাল আবেদীন পার্বত্য উপজেলা লামার হরিণঝিরি গ্রামের আবুল কাশেমের ছেলে।
জানা যায়, সকালে জয়নাল শ্বশুর বাড়ির গাছ কাটার সময় গাছ বৈদ্যুতিক তারের উপরে গিয়ে পড়ে। এসময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় জয়নাল। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চকরিয়া থানা পুলিশ মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট তৈরী করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply